খুঁজুন। ক্লিক করুন। টাইপ করুন।

8.7.18

তিনটি কবিতা রাজু দেবনাথ





চিলেকোঠার কবিতা
ভাস্কর চক্রবর্তীঃ ১৯৪৫-২০০৫


ক্রমশ একা, আরও একা হয়ে যাওয়া -
একটা নৈঃশব্দের গায়ে
হাওয়ার আঁচড় গুলো নীরবতা দিয়ে ঢাকা!

যেন একটা ধুধু প্রান্তর  
দুপুর নিয়ে দাঁড়িয়ে আছে ঠায়ে

আজ দূর থেকে বেশ বুঝতে পারি
ওটাই ভাস্কর’দা!
         

নীরবতা

আকাশের  সব মেঘ বৃষ্টি  অনুবাদ করে না!


ত্রয়ী
আমি,আমার প্রতিবিম্ব ও আমার ছায়া
এই আমরা তিনজন,
তিনটে ভিন্ন জীবন-
এক সাঙ্গে যাপন করে থাকি!

No comments:

Post a Comment

একঝলকে

সম্পাদকীয়-র পরিবর্তে

"আমি বিদ্রোহী নহি, বীর নহি, বোধ করি নির্বোধও নহি। উদ্যত রাজদণ্ডপাতের দ্বারা দলিত হইয়া অকস্মাৎ অপঘাতমৃত্যুর ইচ্ছাও আমার নাই। ক...