খুঁজুন। ক্লিক করুন। টাইপ করুন।

8.7.18

একটি কবিতা পারমিতা ভট্টাচার্য







হাস‍্যময়ী দশমিক


সময়-অসময়ের সীমান্তে হাস‍্যময়ী দশমিক
কালো একটি বিন্দু। তাই-ই তো মনে হল!
না, তা বিন্দু নয়। আগ্নেয়গিরির জ্বালামুখ।
পাকস্থলী চিরে উদ্গীরিত লাভায় 
চিরযৌবনা উপত‍্যকা আজ হলুদ রেণুতে ঢাকা।
পায়ের গোলাপী আভা অঙ্গার হবে,
ভয় পেয়ে সময়-অসময়কে ডিঙিয়ে যেতে চেয়েছি বহুবার,
কিন্তু আটকে গিয়েছি হাস‍্যময়ী দশমিকে! 

2 comments:

  1. বাহ্ ... নতুন অভিমুখে এই জ্বালামুখ! দারুণ

    ReplyDelete
  2. বাহ্ ... নতুন অভিমুখে এই জ্বালামুখ! দারুণ

    ReplyDelete

একঝলকে

সম্পাদকীয়-র পরিবর্তে

"আমি বিদ্রোহী নহি, বীর নহি, বোধ করি নির্বোধও নহি। উদ্যত রাজদণ্ডপাতের দ্বারা দলিত হইয়া অকস্মাৎ অপঘাতমৃত্যুর ইচ্ছাও আমার নাই। ক...