খুঁজুন। ক্লিক করুন। টাইপ করুন।

8.7.18

দুটি কবিতা নবকুমার পোদ্দার








আয়না



আয়নায় আন্তরিক এই দেহ
দেহে, দেহে রসযাত্রা

একটা ছুরি
ভূগোল কাটতেই
পৃথিবী পাখির অভাব গোছায়




অভ্যেস



দু'হাতে কোনো ভয় নেই
তালগাছের মতো লম্বা ক্লাউন
ঝোপের ঢাকনা খুলে
ছায়ামানব হয়ে নাচছে
সমগ্র লীলাক্ষেত্র সে বুকের ডানদিকে রেখে
আমাদের উৎসর্গ করছে!
এত বর্ণমালা পুরাকাল পেরিয়ে
সমুদ্রে শহরে ছড়িয়ে ছিটিয়ে।
যে চোখে শুধুই  ডুগডুগি
তার কিবা ফণার  প্রয়োজন।




No comments:

Post a Comment

একঝলকে

সম্পাদকীয়-র পরিবর্তে

"আমি বিদ্রোহী নহি, বীর নহি, বোধ করি নির্বোধও নহি। উদ্যত রাজদণ্ডপাতের দ্বারা দলিত হইয়া অকস্মাৎ অপঘাতমৃত্যুর ইচ্ছাও আমার নাই। ক...