খুঁজুন। ক্লিক করুন। টাইপ করুন।

8.7.18

একগুচ্ছ কবিতা পায়েল সেনগুপ্ত




দেখা করার সময় পেরিয়ে যায়


দিনের প্রহর আর রাত স্বপ্নের ঠিক মাঝে

এক-একটা উদাসীন লু বয়ে যায় ইথারে

আধপোড়া শরীর জেগে ওঠে আরও পুড়বে বলে

এখনও কেমন যেন একটা ঘোরের মধ্যে থাকি

চেনা গন্ধ ভর করে আসে চোখের পাতায়

সমস্ত ক্লান্ত বিষাদের উপর শান্তির সন্ধে নামার মতো

দিগন্ত বদলে গিয়েছে কত আলোকবর্ষ পেরিয়ে গেল

নিভৃত নক্ষত্রে তবু জেগে থাকে গোপন আলো

সত্য, তুমি নিপুণ হাতে কাটো প্রাণবন্ত স্মৃতি

সাম্রাজ্যবাদ যেমন বলে যুদ্ধ চাই না আর

শরীর জুড়ে উড়ে যায় বিষণ্ণ প্রজাপতি

আর কিছু অবশ্যম্ভাবী মিথ্যে দেখা করার সময় পেরিয়ে যায়


ভালবাসার চিঠি

এক মরণশীল প্রেমিকের মতো

কেবল ভালবাসার চিঠি লিখছি

জানি চেনা মুখ ঠিকই খুঁজে পাব

গাজ়ার শত্রুশিবিরেমরুভূমির ধার ঘেঁষে

যত ক্ষতস্থান দাঁড়িয়েকোথাও না কোথাও

মানুষের ছবি নিয়ে দাঁড়ানো দীর্ঘ ছায়ারা

কিছু হাত জন্ম দিল মেষপালকের

কিছু হাত খোদাই করল রক্ত

খড়ের গাদায় আর যুক্ত কাঠে

অসংখ্য অবয়বে অভিন্ন মানবজাতি

অন্যের প্রেমিকাকে ভালবাসার চিঠি লিখতে

এত দ্বিধা কেন তবে!


হলুদ ড্যাফোডিল


রোজই কিছু অক্ষমতা টের পাই

কথোপকথন তৈরি করার আগে  পরে

কৌণিক দর্শন ওলটপালট হয়কিছু বোঝার আগেই

সমস্ত শক্তি দ্রব হয়ে আসে

এক মনোরম নির্জনতায় থাকতেন ওয়র্ডসওয়র্থ

হলুদ ড্যাফোডিলে ঘেরা রাইডাল হাউস

তিরতিরে জলহারিয়ে যাওয়া সবুজ

আর অপার শূন্যতা...

পেনসিভ মুড থেকে এক আকাশ ধ্বংস

সবটাই এক শেষ না হওয়া স্পেকট্রাম

আমি ঠিক ততটুকুই দেখতে পাই

যেখানে তোমার আমার অসহায় আত্মগোপন


জিউস  লিডা

মেঘের সেতু পারাপারে ঢেকে যায় সেই উদ্ধত পর্বত,

পৃথিবী সীমার বাইরে ক্ষমতা যেখানে কেন্দ্রীভূত হয়

কৌশলে লুঠ হয় কত গোপনীয় অস্ত্র কারাগার

কুয়াশার আস্তরণ গভীর হয়ে এলে থেমে যায় শব্দের স্বর

অশ্রুত এই শলাপরামর্শ পেরিয়ে এলে নরম সমতল

সারি সারি রং বিচ্ছুরক গাছেদের ডালপালা জড়িয়ে যায়

দূর হ্রদে হাঁসেদের ভালবাসাবাসি প্রজন্ম ডেকে আনে

নরম শরীর  আগ্রহী আগুনে লীন হয় মুহূর্তের ছাপ

প্রত্যাখ্যান নিয়ে খেলা করে কত সন্তান নিজের অজান্তে

জন্ম মিথ্যে নয়শুধু মিথ হয়ে যায় তার ইতিহাস




     

             

1 comment:

  1. শব্দের পর শব্দ সাজিয়ে আঁকা কিছু ছবি - যেন অসামান্য এক কাব্যিক সিম্ফনি।

    ReplyDelete

একঝলকে

সম্পাদকীয়-র পরিবর্তে

"আমি বিদ্রোহী নহি, বীর নহি, বোধ করি নির্বোধও নহি। উদ্যত রাজদণ্ডপাতের দ্বারা দলিত হইয়া অকস্মাৎ অপঘাতমৃত্যুর ইচ্ছাও আমার নাই। ক...