খুঁজুন। ক্লিক করুন। টাইপ করুন।

12.7.18

ফিরে পড়া কবিতা- সুব্রত চক্রবর্তী



যেতে চাই

বৃষ্টির ভেতর ঐ জবাগাছ, আমি তার ক্ষমা ও সারল্যে
যেতে চাই- এই ঘর, ভূতে-পাওয়া সারাদিন,বিছানা ও কাঠের টেবিল,
নষ্ট মোম,আধখোলা কলমের নিস্তব্ধতা ছেড়ে
চলে যাবো।বৃষ্টির ভেতরে ঐ জবাগাছ আমাকে ডেকেছে
সুখী ফুলে, পাতার আনন্দে। ম্লান এই ঘর, এই যে জীবন,
থেঁতো দিন,ভূতগ্রস্ত শব্দগুলি,চাদর ও নিঃসঙ্গ টেবিল,
ক্ষয়া মোম, ঠান্ডা , মৃত খরখরে কাগজ ...
সব ছেড়ে, বৃষ্টির ভেতরে ঐ জবাগাছ, আমি তার সহজ সরল
ব্যর্থতায় চলে যেতে চাই ।

সামান্য মানুষের গল্প

সকলে ভ্রমণ শেষে ঘরে ফেরে- একজন কখনো ফেরে না।
অনন্ত প্রবাস তার নদীতীরে, সমাধিভূমির ভাঙা মর্মর ছায়ায় ...
অনন্ত প্রবাস তার অবিশ্বাসে, দুঃখে-সুখে , যুদ্ধহীন জয়ে-পরাজয়ে ...
সকলে ভ্রমণ শেষে ঘরে ফেরে- একজন কখনো ফেরে না ।

আজন্ম-বিদেশী ঐ মানুষের পুরোনো রুমালে
কোনো করস্পর্শ নেই,স্মৃতি নেই,নেই কোনো রঙিন অক্ষর ।

মানুষ ছুটির শেষে ঘরে ফেরে নিয়ে কত মজার পুতুল,
ভ্রমণকাহিনী,ফোটো,মোহময় গন্ধে ভরা উলের মাফলার 

একজন সামান্য লোক ঘরে থাকে,একা-একা , নিজের ম ন;
অনন্ত প্রবাস তার এই ঘর 
এই ঘরে ঝর্নাশব্দ ভেসে আসে , ছায়া দেয় দীর্ঘ শাল,ওঁরাও যুবতী
গান গায় খিন্নস্বরে।এই ঘরে সে কি বন্দী! পর্যটক নয়!


হাঁস ও বালক

উড়ে যায় হাঁস; তার চিরমায়াময়তার দিকে
নির্নিমেষ চেয়ে থেকে বালকের দুটি চোখ হয়ে যায় হাঁস !
ভাসমান পালকের নেমে আসা ,
নীলিমায় ভেসে যাওয়া তার -
বিকেলের শান্ত রোদে এইসব দেখেছে বালক ।

চঞ্চল হাঁসের দিকে চেয়ে থেকে ওর বড় অভিমান হয় 
জলের চলাৎ শব্দ বুক ভেঙে উঠে আসে;
জাহাজের ভাসন্ত কেবিনে
বালক ঘুমিয়ে থাকে-
আচ্ছন্ন পালকগুলি সারারাত স্বপ্নে স্বপ্নে ঝরে !

উড়ন্ত হাঁসের দিকে চেয়ে থেকে বালকের শোক হয়;
      যা-কিছু নির্জন,
      যা-কিছু অতীত,ঝাপসা,
পাহাড়তলীর ছায়া,চিত্রিত পাথর 
নিঃশব্দ জলের টানে ভেসে যায় সবকিছু;
     গোধূলিবেলায় শুধু ঘন হয়
     ব্রতচারী হাঁসের আকাশ ।।

প্রেম

শিবানীর প্রেম এসে ছুঁয়েছিলো শিবানীর মাকে
একদিন । শিবানীর মা কি জানে এই কথা, শিবানী কি জানে!
উজ্জ্বল শাড়ির পাড়ে লেগে আছে অভ্রকণা- শিবানীর মা
একা-একা হেঁটে যান  নিচু চোখে; আর দূরে, ধবল শামপানে

শিবানী ভ্রমণ করে। দীর্ঘ,খর ,চেরা জিভে চেটে খায়
                                                       কুয়াশার জল ...
এই তার ভালবাসা,এই তার তৃষ্ণা নিবারণ ।
শিবানীর মা কি জানে অতশত!... চিবুকের নিচে,
শিথিল খোঁপায় তার কুয়াশা নিবিড় হয়,
                                 উজ্জ্বল শাড়ির পাড়ে ঝোলে অভ্রকণা।

শিকড়ে ছেয়েছে দেহ

বয়স বেড়েছে নাকি! লতা-গুল্ম ছেয়েছে শরীর ।
রক্তের ফেনায় পাই টের
শিকড়ের নড়াচড়া,শিকড়ের আড়াআড়ি টান ...
অতল ঘূর্ণির দিকে ছুটে যায় রক্তস্রোত,করজোড়ে যায় ।

খসে ত্বক, উড়ে যায় সাবলীল; বাতাসের নুনে
ধাতুর মূর্তিতে জং ধরে আজ। ধাতুর নিষ্পাপ
শিশুটি ভেঙেছে ঐ! ওকে ডাকো, টেনে নাও বুকে-
আহারে, তোমার দিকে নুলো হাত তুলে ধরে ও যে !

শিকড়ে ছেয়েছে দেহ-ফাটে হাড়, নুয়েছে কাঁকাল ...
বয়স হয়েছে নাকি!বহমান রক্তে পাই টের
লতা-গুল্মের করতালি,লতা-গুল্মে আড়াআড়ি টান ...
শীতল ঘূর্ণির দিকে ভেসে যায় উজ্জ্বলতা,সফলতা যায় ।।


বালিকা

-১-

বৃষ্টির ভেতরে ঐ ধবল পোষাক পরে বালিকার ছুটে যাওয়া
আমাকে এমন
নিঃসঙ্গ করেছে। ...চেয়ে দেখি তুমুল বৃষ্টিতে
স্তব্ধ বাড়ি,জবাগাছ,ঘুমন্ত কবর ...

অনন্ত বৃষ্টিতে ভেজে দিগবলয়, লাল পথ,প্রসারিত হাত;
একটি মহিষ ভেজে,সমাধিফলক ভেজে। ...আর ঐ বৃষ্টির ভেতরে
চকিত পাখির মতো- দূর থেকে আরো দূরে-
উড়ে যায় শৈশবের ধবল পোষাক ।

-২-

বালিকা তার দুঃখে আছে,বালিকা তার সুখে
মধ্যরাতে বালিকা তার নিদ্রাহারা বুকে
মুখ রেখেছে;ঘুমে তখন চোখ জড়িয়ে আসে ...
একটি-দুটি পাখি ওড়ে বুকের আশেপাশে ।
কেউ কি জানে ঐ মানুষের বুকে দারুণ খরা-
বালিকা তাই অঝোর ধারায় বৃষ্টি হয়ে ঝরে !

শিশুটি জানে না

উজ্জ্বল শিশুটি, একা, কাগজের নৌকাখানি ভাসিয়েছে জলে;
শুধু এই দৃশ্য দেখে জবুথবু কঠিন বয়স
জলের কল্লোল শব্দে ভরে যায়। সাবলীল জলের রেখায়
কেঁপে ওঠে সব কিছু-নীরবতা,সুখ-দুঃখ,দূরদূরান্তর ...

কাগজের নৌকাখানি অন্ধকারে ডুবে যায়,শিশুটি এখন
ঘুমিয়ে রয়েছে ঐ... ঘুমন্ত বুকের কাছে
                                      মুখ এনে,সহসা শুনেছি
মাল্লার বিরহগান, দাঁড়ের সজল শব্দ-জ্বলন্ত গলুই
ভেসে যাচ্ছে রক্তস্রোত ...
রক্তের কল্লোল শব্দে জেগে আছে মধ্যরাত,শিশুটি জানে না ।।

বালক জানে না

আকাশ যে নীল নয়- পাখি জানে,ঘুড়ি কিছু জানে
দু  হাতে লাটাই ধরে যে বালক সারাবেলা মাঠে-মাঠে ঘোরে
যে জানে আকাশ নীল,তার দুটি দীর্ঘ চোখে ভেসে থাকে ম্লান-জলকণা ।

জলের ভিতরে ঐ,আমাদের বালক-বয়স ...
ঘুরন্ত লাটাই হাতে,একা-একা,সারাবেলা আকাশের দিকে
চেয়ে থাকে।আকাশ যে নীল নয়,ঘুড়ি জানে,পাখি জানে-বালক জানে না ।




তিনি

মাটির অনেক নিচে,আমার স্নানের জন্য
                 ঠান্ডা জল মজুত রয়েছে-
      তিনি রেখেছেন ।
     তিনি সর্বশক্তিমান ,
                 তাঁর শান্ত চোখের ইঙ্গিতে
ব্জ্র ও বিদ্যুৎসহ বৃষ্টি নামে রাঢের খরায় ।

মাঝরাতে ফেরিঘাটে শোনা যায় মন্দ্র কন্ঠস্বর;
                চলে আয়,
                        চলে আয় ওরে-
জোছনায় রূপোলী জলে গাল রেখে শুয়ে আছে
               তাঁর দীর্ঘ ছায়া ।

কারুকার্যময় দুটি চোখ থেকে জল পড়ে;
              কতদিন সঙ্গিহীন আছি।
চলে আয়,চলে আয় ওরে-
অনন্ত জলের নিচে, ঘর বেঁধে নিঃসঙ্গ দুজনে,
              সুখে থাকা যাবে।

তিনি সর্বশক্তিমান-এতো অনুনয় তাই,
              তাঁকেই মানায় ।

রাজতন্ত্র

উড়িয়ে-পুড়িয়ে দিয়ে সব কিছু এখানে এলাম
সধবা নারীর পাশে-রক্তাক্ত বালুকারাশি ঝরে
উন্মুক্ত দু হাত থেকে-গিরিখাদে শাদা কুজঝটিকা
থেমে আছে... থেমে আছে পরাজয়,অবহেলা।ঔদাস্যজটিল
কোন খেলা এইখানে।লাফায় অস্থির জল পাথরে পাথরে ...

এখানে এলাম ফিরে,নষ্ট করে দিয়ে সব সাফল্য প্রয়াস;
সন্ধ্যার বাতাসে ওড়ে নাবিকের ছেঁড়া টুপি! নারী,
তোমার সীমান্ত দেখে মনে পড়ে রাজতন্ত্র । মনে পড়ে,অক্ষরসংগতি
আমাদের ছিল যেন-যেন ছিল ভূতাবেশ,সহনশীলতা ...

শুক্লা দ্বাদশীর চাঁদ কোন খেলা ! ভাঙে জল পাথরে পাথরে ...                          


আমি নই

আমার ভিতরে কেউ স্বপ্ন দেখে। আমি নই,
                   আমারই মতন আর কেউ ।
আমি ওকে কোনো দিন তেমন চিনি না ...
একদিন ওকে যেন কেউ কেউ দেখেছিল নদীতীরে,একা ।
একদিন ওকে যেন কেউ কেউ দেখেছিল ভাঙা দুর্গে ,একা ।
নিশীথবেলায় ওকে কেউ কেউ দেখেছিল
                   কলকাতার পথ থেকে পথে
                         নিচুচোখে হেঁটে যেতে ...
ওর ঐ দুটি চোখ আমি যেন ফুলের রহস্যে
              ভেসে যেতে দেখেছি একদিন ।
       ভেসে যায়, ফিরে আসে ;
  ভেসে যায়, ফিরে আসে 
       ভেসে যায়-ফিরে ফিরে আসে
ঐ দুটি শাদা চোখ, আর তার চিরস্বপ্নে ভরে যায় সমস্ত জীবন ।


কবির মৃত্যু

অদ্ভুত শূণ্যতা এসে আমাদের ভারি জব্দ করে;
যেন সে শূন্যতা নয়, যেন তার টানা ও পোড়েনে
কবেকার অভিলাষ,পদচ্ছাপ,দন্ডিত কাপাস
স্তুপাকার হয়ে আছে। মাঝে-মাঝে গোপণ দর্পণে
জেগে ওঠে বনাঞ্চল,নদীতীর,খেয়াপারাপার ...

নিস্পৃহ কাচের স্পর্শে আমাদের খর্বুটে আঙুলে
বিপুল কামনা এসে জড়ো হয়।বিদায়কালীন
সঘন চোখের কথা মনে পড়ে।সহসা শূণ্যতা...
আগুনের অন্ধকারে চলে যান পিছুটানহীন,
তৃপ্তি ও অতৃপ্তিহীন,সঙ্গিহারা;শুধু পড়ে থাকে
উজ্জ্বল তিমির,ঢেউ,পদচিহ্ন,রক্তাক্ত মর্মর-
অদ্ভুত শূণ্যতা তাঁর আমাদের ভারি জব্দ করে,
যেন সে ভরাট কিছু, আছে যার টানা ও পোড়েন ।                                                             

বিবিজানের তাঁবেদারি

অতর্কিতে বাহান্নটা তাস
মেলে ধরলে প্রজাপতির রঙ;
নেশার ঝোঁকে ছুঁতে গেলাম যেই
জোড়াসাঁকোর ভুরুর ভাঁজে ওঁ ।

কোথায় তাস, কোথায় প্রজাপতি-
তুমিই একা হরতনের বিবি;
হো হো হাসির দমকে মহীয়সী-
ঝলসে ওঠে মম্মোহিনী নীবি।

গলায় রাখ সাপের মতো হাত,
দৃশ্যপটে ভানুমতীর খেল;
আলিঙ্গনে কোথায় টেনে নিলে
জলসাঘরে পাগল মাইফেল ।
বাহান্নটা ফুলের তোড়া যেন,
দু হাত জুড়ে বাহান্নটা তাস ;
তার আড়ালে তোমার মুখরেখা,
তার আড়ালে আমার সর্বনাশ ।

মধ্যবয়সের রাত্রি

রাত কত!চারিদিকে কম্পমান পাতার মর্মরে
গাছের গভীর দুঃখ সাড়া দেয়!...মৃত্যুহীন,জন্মান্তরহীন
                            একটি ধূসর মথ বসে থাকে নিঃসঙ্গ টেবিলে ।
স্বপ্নের নিষ্পন্ন শিশু ঘুমিয়ে রয়েছে পাশে;
                            ওর বুকে হাত রাখি,
                            টের পাই আরতি ও রক্ত চলাচল ...
আর দূরে,আলোকিত মাঠ থেকে মৃত শিশু ডাকে,তার
                            দুটি চোখে পাথরের টান ।

রাতের নির্সগ থেকে ঝরে যায় নষ্টবীজ,
                            ঝরে যায় শামকূট পাখির পালক ।
     স্বপ্ন থেকে,পরিত্রাণ থেকে
শৈশবের চিরবৃষ্টি,সারারাত ঝরে যায় ক্ষয়া-মোমে,
                            মলিন টেবিলে ।

নিষ্পন্দ মথের কাছে আড়াআড়ি দুটি হাত;
                            রাত কত!
     চারিদিকে পাতার মর্মরে
গাছের গভীর শান্তি সাড়া দেয়; দূরে
                            স্মৃতিফলকের কাছে উদাসীন শঙ্খ বাজে,


                                    উড়ে যায় ঠান্ডা,শাদা চাঁদ ।

1 comment:

  1. ভালো লাগলো
    ,, মন্দিরা

    ReplyDelete

একঝলকে

সম্পাদকীয়-র পরিবর্তে

"আমি বিদ্রোহী নহি, বীর নহি, বোধ করি নির্বোধও নহি। উদ্যত রাজদণ্ডপাতের দ্বারা দলিত হইয়া অকস্মাৎ অপঘাতমৃত্যুর ইচ্ছাও আমার নাই। ক...