খুঁজুন। ক্লিক করুন। টাইপ করুন।

8.7.18

তিনটি কবিতা তুলসীদাস ভট্টাচার্য






আগুনের কাছাকাছি

এই শীতে আগুনই দরকার
জানি,তোমার আছে পাকানো সলতে;

কিন্তু আলো জ্বালতে গেলে 
কাঠির মাথায় ফসফরাসের টুপিটিও জরুরি।
তারপর ভাগাভাগি করে নেওয়া আগুনের আঁচ ।/

কুন্ডলী পাঁকিয়ে ধুম্রজাল উঠে গেলে 
কয়েলের লাল আভার কানা বেয়ে 
ফ্যান গড়িয়ে পড়ে ভাতের থালায় ।

মাঘী পূর্ণিমায় চাঁদও উঠেছিল আকাশে
আমরাই শুধু ছিলাম আগুনের কাছাকাছি।


কোথায় ঈশ্বর

অচেনা এই পৃথিবীতে কার কাছে মুখ দেখাবো ! /

কার আঁচলেই বা ঢেকে রাখবো আমার সকল লজ্জা।/

গভীর জঙ্গলের বাটালির মত মসৃণ পথ
কেই বা আমায় দেখিয়ে দেবে !

মন্দিরের মত সবার মাথায় ধ্বজা ওড়ে
আমিও উপাসনা গৃহ ভেবে মাথা নামায়।

হায় ! কোথায় ঈশ্বর ।


 চন্দ্রকলা

নতুন বছরে একটা গার্লফ্রেন্ড 
হেঁটে যাচ্ছে মেঠো রাস্তায় ।

আগামী বছর প্রমোশন হলে 
চলে যাবে হয়তো দূরে কোথাও।

কর্পোরেট বিল্ডিংয়ে জমা পড়ে সেল ট্যাক্স

পানাপুকুরের সব সবুজ আর বেগুনী রঙ
ঢেলে দিই চাঁদের পাহাড়ের প্রতিটি গোপন গুহায়।/

পূর্ণিমায় চাঁদ যখন ঋতুমতী হয় 
কামুক পৃথিবী তার জলপ্রপাতে 
ঢেকে রাখে বাইরের কোলাহল।

আর ধর্ষিতা চাঁদ খুলে ফেলে 
কৃষ্ণপক্ষের সব অন্ধকার ।

No comments:

Post a Comment

একঝলকে

সম্পাদকীয়-র পরিবর্তে

"আমি বিদ্রোহী নহি, বীর নহি, বোধ করি নির্বোধও নহি। উদ্যত রাজদণ্ডপাতের দ্বারা দলিত হইয়া অকস্মাৎ অপঘাতমৃত্যুর ইচ্ছাও আমার নাই। ক...