খুঁজুন। ক্লিক করুন। টাইপ করুন।

8.7.18

কবিতা- মণিশংকর বিশ্বাস







ধূসর

একটি ধূসর শিশু রাস্তার পাশে জাম গাছের তলায় একটি অল্পবয়স্ক ছাগলের সাথে খেলা করে। নিজ নিজ ভাষায় বাক্যালাপ করে। জাম খায়। ছাগ-শিশুটি জামের আঁটিসহ জাম খায়, দেখে বালকটি আহ্লাদ প্রকাশ করে। দূর হতে উহাদের মিলিত হর্ষের শব্দ শোনা যায়। রাস্তার অপর প্রান্তে ধানখেতের উপর দিয়ে একটি কালো মেঘচ্ছায়া খুব ধীরে অতিবাহিত হয়। চোরা-শীতল বাতাস বয়। শীতলা মন্দির থেকে অধিকাংশ স্বাস্থ্যবতি, কুচগিরি মহিলাদের হুলুধ্বনি ভেসে আসে। কী-ভেবে, করোটির হাসির মত শাদা একটি বক, ডানা মেলে উড়ে যায়। প্রান্তিক এই দৃশ্যের কাছে এসে আমার মনে হয়, যৌনতাকেও এরকম যৌননিরপেক্ষভাবে ভাবা প্রয়োজন

No comments:

Post a Comment

একঝলকে

সম্পাদকীয়-র পরিবর্তে

"আমি বিদ্রোহী নহি, বীর নহি, বোধ করি নির্বোধও নহি। উদ্যত রাজদণ্ডপাতের দ্বারা দলিত হইয়া অকস্মাৎ অপঘাতমৃত্যুর ইচ্ছাও আমার নাই। ক...