খুঁজুন। ক্লিক করুন। টাইপ করুন।

8.7.18

গুচ্ছ কবিতা দীপঙ্কর পাড়ুই





দূর্বা ঘাসের বিকেল


দূর্বা ঘাসের কথা শুনে শুনে বিকেল পেড়িয়েছি ঢেড়
আমাদের কথাগুলি একদিন গান হবে

এ কথা ভেবে নিয়ে 
আমরা হেঁটে গেছি শীতের সকালে 

রূপশালী বাড়িটির কাছে ফিরে ফিরে আসি
ফিরে ফিরে যায়

একাত্তরের রাঢ়দেশ।



টেরাকোটা রঙের বিকেল                      
  

স্মৃতি সুগন্ধীলতা গুল্ম ।খনন করে টেনে আনি টেরাকোটা রঙের বিকেল 
মন্দিরগাত্রে কি লেখা থাকে !
পুরাতাত্বিক দুপুর অর্ধনারীশ্বরে নিমগ্ন 
খুড়ে পাওয়া বৌদ্ধমূর্তি কোথায় থাকবে 
পাহাড়পুর না মোঘলমারি 
পুরাতাত্বিক সকাল বিকেল রাত্রি ভেবে যায়।

স্মৃতি বড় সুগন্ধীময়।গুল্মলতার মত জড়িয়ে জড়িয়ে ধরে
ধীরে ধীরে বেড়ে ওঠে।

খনন করে নিয়ে আসি টেরাকোটা রঙের বিকেল।



চাষের জন‍্য হাঁটি


মাটির জন‍্য হেঁটে হেঁটে  যেতেই পারি
আসমূদ্রহিমাচল
লাঙলের জন‍্য তোমার কাছে চাইতেই পারি বাহুবল
বীজের আশায় এতদিন মরে মরে বেচেঁছি আধমরা দেশে  
কত্তামশাই,মানুষ হাঁটে মানুষের প্রতিবাদে
চেয়ার থেকে মুখ ঘোরালেই, তোমার ঢোক গিলে কাশি আসে।
চাষের জ‍ন‍্য বাঁচি,আসুন চাষের জন‍্য হাঁটি
বাঁচার জন‍্য হেঁটে যেতেই পারি রাজভবনের পর 
রাজভবন
কত্তামশাই ভোটের সময় এখন, কি হবে এবার শপথ গ্ৰহন।


আগুনপাখি



আগুন নিয়ে খেলতে খেলতে আমরা যে এখন আগুনের কাছে
বিবাদ আকাশ ভেদ করে
আমারই ঘরে এসে পড়েছে।মিথ‍্যেগুলো গর্জে
ওঠার সময় এখন।

দেহের ভিতরে যে রয়েছে অগ্নি রয়েছে ,তা ভুলে গেছে মানুষ
আগুন নিয়ে কথকতা কথকতা করতে করতে লেখা হল উপনিষদ 
মানুষের সম্পর্কের মধ‍্যে কার্য-কারন অগ্নি 
আগুন নিয়ে খেলতে খেলতে আগুন ক্রমশ আগুনের কাছে     
সময়ের গায়ে বিবাদ এখন।
  
এভাবে আমরাও আগুনের সাথে যুঝতে যুঝতে
একদিন হয়ে ওঠব আগুনপাখি।


মোহ

আমাদের ও একদিন দেখা হবে শোন দাবদাহ ভোর 
পথচলতি মোহ পথচলতি মোহ  এসে লাগায় ছায়ার ঘোর ।



No comments:

Post a Comment

একঝলকে

সম্পাদকীয়-র পরিবর্তে

"আমি বিদ্রোহী নহি, বীর নহি, বোধ করি নির্বোধও নহি। উদ্যত রাজদণ্ডপাতের দ্বারা দলিত হইয়া অকস্মাৎ অপঘাতমৃত্যুর ইচ্ছাও আমার নাই। ক...