খুঁজুন। ক্লিক করুন। টাইপ করুন।

8.7.18

কবিতা ঋজুরেখ চক্রবর্তী





মায়া

একটি চিঠির খোঁজে
একরাশ পুরনো বাক্সের ডালা
একটা একটা করে খুলে খুলে দেখি,
ছুঁই তার অন্ধকার,
ঘ্রাণ নিই হাঁ-করা গর্ভের।
অবিরল তোমারই এ আয়োজন বিবিধ মুদ্রায়
পুনরাভিনীত হতে হতে শেষে
কখন বিরলে বড় ঘুম পায়, নিজেও বুঝি না।
আধো ঘুমে তারপর
অচিন অসুখী এক মায়াজাতকের কথা মনে পড়ে।
মায়ারা অপূর্ব একা,
মায়ারা প্রজ্ঞাবিনাশিনী,
মায়ারা জটিল হাতে বুনে চলা পশমেরই মতন অনন্ত,
মায়ারা সুন্দর।

একরাশ পুরনো বাক্সের ডালা খুলে খুলে দেখি সারারাত,
অবিরল তোমারই এ আয়োজন বিবিধ মুদ্রায়
পুনরাভিনীত হতে থাকে, তবু
হারানো চিঠিটি আর ভুলেও খুঁজি না।

3 comments:

  1. আহা, বড্ড ভালো।

    ReplyDelete
  2. দারুণ অপূর্ব

    ReplyDelete
  3. এমন লেখার কাছেই বারবার নত হই। ভীষণ ভালো লাগলো... ❤️

    ReplyDelete

একঝলকে

সম্পাদকীয়-র পরিবর্তে

"আমি বিদ্রোহী নহি, বীর নহি, বোধ করি নির্বোধও নহি। উদ্যত রাজদণ্ডপাতের দ্বারা দলিত হইয়া অকস্মাৎ অপঘাতমৃত্যুর ইচ্ছাও আমার নাই। ক...