কবি অনুপ সেনগুপ্ত নব্বই দশকের এক গুরুত্বপূর্ণ কবি। বইটি প্রকাশিত হয়েছিল নব্বই দশকের শুরুর দিকে। গান্ধার থেকে প্রকাশিত এই বইয়ের প্রচ্ছদ করেছিলেন কবি অনির্বাণ বন্দ্যোপাধ্যায়। কবির অনুমতিক্রমে এবং সহায়তায় সম্পূর্ণ বইটিই এখানে প্রকাশ করা হল। নব্বই দশকের এই গুরুত্বপূর্ণ কবির কবিতা এখন লিখতে আসা কবিদের কাছে পৌঁছক, তাঁরা পড়ুন, আলোচনা করুন। এই আমাদের আশা। বইটি দীর্ঘকাল ধরে কোথাও পাওয়া যায় না।
ক্রোড়পত্র। বিষয়-'স্বীকৃতি' ও 'কণ্ঠরোধ'। এছাড়া রয়েছে গ্রন্থ সমালোচনা, গদ্য, ব্যক্তিগত গদ্য, কবিতা এবং গল্প।
খুঁজুন। ক্লিক করুন। টাইপ করুন।
8.7.18
পুনঃপ্রকাশ- কবি অনুপ সেনগুপ্ত-র সম্পূর্ণ কাব্যগ্রন্থ ক্রোধের অনুশাসন পর্ব
কবি অনুপ সেনগুপ্ত নব্বই দশকের এক গুরুত্বপূর্ণ কবি। বইটি প্রকাশিত হয়েছিল নব্বই দশকের শুরুর দিকে। গান্ধার থেকে প্রকাশিত এই বইয়ের প্রচ্ছদ করেছিলেন কবি অনির্বাণ বন্দ্যোপাধ্যায়। কবির অনুমতিক্রমে এবং সহায়তায় সম্পূর্ণ বইটিই এখানে প্রকাশ করা হল। নব্বই দশকের এই গুরুত্বপূর্ণ কবির কবিতা এখন লিখতে আসা কবিদের কাছে পৌঁছক, তাঁরা পড়ুন, আলোচনা করুন। এই আমাদের আশা। বইটি দীর্ঘকাল ধরে কোথাও পাওয়া যায় না।
Subscribe to:
Post Comments (Atom)
একঝলকে
সম্পাদকীয়-র পরিবর্তে
"আমি বিদ্রোহী নহি, বীর নহি, বোধ করি নির্বোধও নহি। উদ্যত রাজদণ্ডপাতের দ্বারা দলিত হইয়া অকস্মাৎ অপঘাতমৃত্যুর ইচ্ছাও আমার নাই। ক...

খুব ভালো লাগল।
ReplyDelete